Posts

Showing posts from March, 2020

প্রধানমন্ত্রী বরাবর উন্মুক্ত চিঠি দিলেন প্যানেল প্রত্যাশীরা

Image
বরাবর মাননীয় প্রধানমন্ত্রী  মমতামমী প্রধানমন্ত্রী আজ এমন একটা দিন আপনার কাছে লিখছি যে দিন জাতির পিতা বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বছরকে মুজিব বর্ষ হিসাবে ঘোষণা করেছেন। আমি জানি আমার এই লেখাটি আপনার কাছে কোন দিন পৌঁছাবে না। তারপর ও লিখতে বাধ্য হচ্ছি। কারণ আমরা ৩৭০০০ ভাই/বোন বিগত ৫ দিন থেকে প্রেসক্লাবের সামনে প্রাইমারী শিক্ষক নিয়োগ ২০১৮ এর প্যানেলের দাবীতে অবস্থান করছি। মমতাময়ী জননী আমি জানিনা এই খবরটি আপনার কাজে পৌঁছে কিনা। আপনি ক্ষমতার আসার পর দেশের কি পরিমান উন্নতি হয়েছে তা লিখে শেষ করা যাবেনা। দেশের শিক্ষা ক্ষেত্রে ও অভূতপূর্ব উন্নতি হয়েছে। কিন্তু প্রাইমারী বিদ্যালয়ের শিক্ষক সংকট থেকে এখনো বের হওয়া যায় নি। আমরা জানি শিক্ষক সংকট দূর করার জন্য আপনার সরকার যথেষ্ট পদক্ষেপ হাতে নিয়েছে। ৬৫০০০ রিজার্ভ শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা করছেন। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে রিট জটিলতার কারণে দীর্ঘ দিন নিয়োগ পরিক্ষা বন্ধ ছিল। ২০১৮ সালে আমরা যে নি...

নারী দিবসে ডাকসুর অনুষ্ঠানে গান গাইবেন কণ্ঠশিল্পী হাসান

Image
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করেছে 'উইমেন'স কার্নিভাল'। আগামী ৬ থেকে ৮ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য থাকছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি; ছাত্রদের জন্য রচনা প্রতিযোগিতা এবং ছাত্র ও ছাত্রী উভয়ের জন্য ফটোগ্রাফি কনটেস্ট। ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে ৮ মার্চ অনুষ্ঠানের শেষ দিন টিএসসির মাঠে আয়োজন করা হবে 'উইমেন'স ডে স্পেশাল কনসার্ট'। ডাকসুর সাহিত্য সম্পাদক ও কার্নিভালের আহ্বায়ক মাজহারুল কবির শয়ন এবং ডাকসুর সদস্য ও কার্নিভালের প্রধান সমন্বয়ক রাইসা নাসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডাকসুর সদস্য রাইসা নাসের বলেন, "আমাদের মনন, সত্তা ও বিকাশের প্রতিটি পরতে মিশে আছে নারীদের অবদান। ঔপনিবেশিক শাসনের বেড়াজাল ভাঙ্গার আন্দোলন থেকে শুরু করে আমাদের ভাষা আন্দোলন, মুক্তির সংগ্রাম কিংবা স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসে জড়িয়ে আছে নারীর বলিষ্ঠ নেতৃত্ব। দশভূজা নারীরা একদিকে যেমন পরম মমতায় আগলে...

বাচ্চা কোলে নিয়ে প্যানেলের দাবীতে ২০১৮ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ লিখিত উত্তীর্ণ প্রার্থীরা

Image
খাদিজা নামে একজন প্যানেল প্রত্যাশী মেয়ে যা লিখেছেন তা হুবহু নিচে তুলে ধরা হলো---- "প্যানেলে নিয়োগ চাই" চতুর্থ অবস্থান কর্মসূচি জাতীয় প্রেসক্লাব,ঢাকা। জনসমুদ্রে উত্তাল প্রেসক্লাব,উত্তাল ঢাকার রাজপথ এগিয়ে চলছি আমরা। আশার আলো।আসবে ইনশাআল্লাহ। যারা এখনো ঘরে বসে আছেন চলে আসুন প্রেসক্লাবে। আমার বোনেরা আপনারা এখনো কি সিকিউরিটি খুজছেন। আরে সিকিউরিটি দেয়ার মালিক তো মহান আল্লাহ মানুষ উছিলা মাত্র আর একজন সচেতন মেয়ে কখনোই বিপদগ্রস্থ হয় না। যা না বললেই নয় আমরা গর্বিত আমরা অহঙ্কার বোধ করি যে আমরা যে বড় ভাইদের পেয়েছি তারা আমাদের প্রতি এতটাই সচেতন ও যত্নশীলযে বলার অপেক্ষা রাখে না। সত্যি আমরা খুব গর্বিত তাদের মত ভাইদের আমাদের পাশে পেয়ে। তাই বলছি আমার বোনেরা আর ঘরের কোণ বসে না থেকে আমার ভাইদের পাশে বোনের শক্তি নিয়ে দাড়াই নিজেদের স্বপ্নকে বাস্তবায়ন করি। আর ভাইয়েরা কয়টা দিন কষ্ট করলে যদি আপনার পরিবারের সারা জীবনের রুটি,রুজির ব্যবস্থা হয় তবে এখনো কেন ঘরে বসে আছেন? চলে আসুন জাতীয় প্রেসক্লাবের সামনে।

যশোরের মেস ভাড়ায় নির্দেশনা

Image
মেস ভাড়া দেয়ার ক্ষেত্রে বাড়ির মালিকদের দিক নির্দেশনা দেয়া হয়েছে যশোর পুলিশের পক্ষ থেকে। এখন থেকে যে বাড়ি মালিকের ১৮ বছরের উর্ধ্বে পুত্র সন্তান থাকবে তিনি ছাত্রী বা মহিলা মেস ভাড়া দিতে পারবেন না। শহরজুড়ে সিটিজেন ডাটাবেজ করার পরিকল্পনা করেছে পুলিশ। প্রত্যেক মেসে ছাত্র বা ছাত্রীর ছবিসহ পরিচয় পুলিশকে দিতে হবে। প্রয়োজনে মেসের ছাত্রদের ডোপটেস্ট করা হবে। পুলিশের নির্দেশনা অমান্যকারী মেস মালিকের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে। বৃহস্পতিবার বিকেল যশোর পুলিশ সুপারের কার্যালয়ে যশোর সদর উপজেলার সকল বাড়ি ও মেস মালিকদের সাথে এক মতবিনিময় সভায় পুলিশের পক্ষ থেকে ওই দিক নির্দেশনা দেন অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল গোলাম রব্বানী। মতবিনিময় সভায় বলা হয় সন্ত্রাস, জঙ্গি, মাদক, চাঁদাবাজ, ইভটিজিংকারী, কিশোর গ্যাংসহ নানা অপরাধী, আবাসিক এলাকায় মেস বা বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছে। কোন বাড়ির মালিকের ১৮ বছরের উর্ধ্বের ছেলে থাকলে তিনি মেয়েদের মেস ভাড়া দিতে পারবেন না। তবে আলাদা থাকলে সমস্যা নেই। এক্ষেত্রে সিকিউরিটি গার্ড হিসেবে নারী আনসার সদস্য নিয়োগ দিবেন। ছেলেদের মেসে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, জঙ্গ...

ব্যাংক জব নিয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক শাকিল স্যারের পরামর্শ

🔴  কিছদিন হলো ব্যাংক জব নিয়ে কয়েকটি হাস্যকর কয়েকটি অভিযোগ বা প্রশ্নের সম্মুখীন হয়েছি। ১। কোন একজন আমাকে বললেন, আপনার সাজেশন সেকেলে। এখনকার ফ্যাকাল্টি ভিত্তিক প্রশ্নগুলো খুব কঠিন হয়। তাই ফ্যাকাল্টিভিত্ত িক প্রিপারেশন ছাড়া কোনভাবেই ব্যাংকে চাকুরি পাওয়া যাবে না। যদিও ভাইটি কোন ব্যাংকে চাকুরি করে না। এক-দুইটি পরীক্ষায় প্রিলিমিনারীতে টিকেছে। ২। আরেকজন জানালো, আপনারা সহজে চাকুরি পেয়েছেন কারণ আপনি আইবিএ থেকে পড়াশোনা করেছেন। এজন্য ভাইবাতে আপনাদেরকে সহজে পাশ করিয়ে দেয়। ৩। একজন বলে, আপনারা মেধাবী। আল্লাহ আপনাদের অনেক মেধা দিয়েছে তাই কম পড়াশোনা করেই চান্স পেয়ে গেছেন। আর আমরা কয়েক বছর প্রিপারেশন নিয়েও চান্স পাইনা। আমার উত্তর আপনাদের প্রতি: ১। ভাই আমরা সেকেলে হলেও আপনাদের একালের প্রশ্ন আমাদের কাছে কঠিন বা দুঃসাধ্য মনে হয়না। কারণ আমরা ব্যাসিকের উপর গুরুত্ব দিয়েছি, মুখস্ত বিদ্যায় নয়। আমার দেখা অনেক ছাত্র-ছাত্রীদের  বছরের পর বছর প্রিপারেশন নিয়ে সময় কাটাতে দেখেছি এইসব প্রশ্ন কমন পাওয়ার টেন্ডেসি থেকে। আপনাদের কালে আসা কঠিন প্রশ্নও আমাদের সমাধানে বেগ পেতে হয়না। আমাদের সময় ওয়েবসাইট ছিলনা বা এত বইও ছিলনা...

কম বয়সে ফুড ব্লগিং করা বাংলাদেশের ইউটিউবার প্রিন্সই প্রথম

Image
আল আরাফ হোসেন প্রিন্স খুব কম সময়ে ইউটিউবে জনপ্রিয় হওয়া একজন ইউটিউবার। তার 'প্রিন্স প্রোডাকশন বাংলাদেশ লিমিটেড' চ্যানেলে বিভিন্ন মজার খাবার টপিক নিয়ে ইউটিউব ভিডিও দেওয়া হয়। তিনি একা ভিডিও বানান না সাথে তার আরো বন্ধুদের নিয়ে ভিডিও করেন। তার ইউটিউব চ্যানেলে মজার মজার খাবার নিয়ে রিভিউ করেন। ঢাকা র অলিগলি ঘুরেঘুরে ফুড ব্লগিং করেন। বাংলাদেশের খাবারকে বিশ্বের ও দেশের সামনে উপস্থাপন করায় এই ইউটিউবারের কাজ। ঢাকার মণিপুর উচ্চ বিদ্যালয়ের(মেইন শাখা) বাণিজ্য বিভাগের দশম শ্রেণির এই ছাত্রের কাজে তার বন্ধু ও শিক্ষকমন্ডলী ভীষণ খুশি। এতো কম বয়সে ফুড ব্লগিং করা বাংলাদেশের ইউটিউবার প্রিন্সই প্রথম।  প্রিন্সের কাছে ফুড ব্লগিং করা নিয়ে জানতে চাইলে বলেন, বাংলাদেশের জনপ্রিয় খাবার বিশ্বের সামনে উপস্থাপন করে দেশকে রিপ্রেজেন্ট করতে চাই ও দেশের খাবার জনপ্রিয় করতে চাই।  প্রিন্স মা বাবা ও বোনকে নিয়ে মিরপুরের বাসাতে থাকেন।  প্রিন্সের  কাজ দেখতে চাইলে নিচের লিংকে প্রবেশ করুন--- https://youtu.be/opY7Bzu-e0A

অনেক অসুস্থ অবস্থায় আছি তবু প্যানেল চাই

৩ তারিখে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহন করার পর থেকে আমি এবং আমার মেয়ে অনেক অসুস্থ অবস্থায় আছি ।সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে আমার সকল প্যানেল প্রত্যাশী সহযোদ্ধাদের সাথে অংশগ্রহন করতে পারি। আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তাদের সকলে সু্স্থ রাখুন আমিন। আমি সকল ধরনের সাহায্য করে আসছি এবং করবো ইনশআল্লাহ্। বিশেষে করে আমি আমার বাগেরহাট জেলার সকল ভাই বোনদের কাছে চির কৃতজ্ঞা প্রকাশ করছি ।তারা এতো কষ্ট করে আন্দলোন চালিয়ে যাচ্ছে। মোঃ ‍মুমিন ইসলাম-সভাপতি -বাগেরহাট জেলা। (ফেসবুক থেকে নেওয়া) 

প্যানেল নিয়োগের দাবীতে ৩য় দিনেও চলছে অবস্থান কর্মসূচী

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের প্যানেলভুক্ত করে অবিলম্বে নিয়োগ দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। দ্বিতীয় দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে ৬১ জেলার নিয়োগবঞ্চিতরা এই কর্মসূচি পালন করে। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে প্যানেলভুক্ত নিয়োগের দাবিতে ৬১ জেলার নিয়োগবঞ্চিতদের তৃতীয়  দিনের মতো এই অবস্থান কর্মসূচি। সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে ধাপে ধাপে নিয়গের দাবিও জানান তারা। গত ৬ বছর ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় এখন তাদের অনেকেরই চাকরীর বয়স পার হয়ে যাচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নিয়োগবঞ্চিতরা।