ব্যাংক জব নিয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক শাকিল স্যারের পরামর্শ
🔴 কিছদিন হলো ব্যাংক জব নিয়ে কয়েকটি হাস্যকর কয়েকটি অভিযোগ বা প্রশ্নের সম্মুখীন হয়েছি।
১। কোন একজন আমাকে বললেন, আপনার সাজেশন সেকেলে। এখনকার ফ্যাকাল্টি ভিত্তিক প্রশ্নগুলো খুব কঠিন হয়। তাই ফ্যাকাল্টিভিত্ত
২। আরেকজন জানালো, আপনারা সহজে চাকুরি পেয়েছেন কারণ আপনি আইবিএ থেকে পড়াশোনা করেছেন। এজন্য ভাইবাতে আপনাদেরকে সহজে পাশ করিয়ে দেয়।
৩। একজন বলে, আপনারা মেধাবী। আল্লাহ আপনাদের অনেক মেধা দিয়েছে তাই কম পড়াশোনা করেই চান্স পেয়ে গেছেন। আর আমরা কয়েক বছর প্রিপারেশন নিয়েও চান্স পাইনা।
আমার উত্তর আপনাদের প্রতি:
১। ভাই আমরা সেকেলে হলেও আপনাদের একালের প্রশ্ন আমাদের কাছে কঠিন বা দুঃসাধ্য মনে হয়না। কারণ আমরা ব্যাসিকের উপর গুরুত্ব দিয়েছি, মুখস্ত বিদ্যায় নয়। আমার দেখা অনেক ছাত্র-ছাত্রীদের
২। ভাই আমরা ভার্সিটি বা আইবিএ নয় চাকুরি পেয়েছিলাম মেধায়। এই মেধা মেধাবী ছাত্রের মেধা নয়। এই মেধা একজন সাধারণ ছাত্রের পরিশ্রমের ফসল। আমি মেধাবী কথাটা একদম বিশ্বাষ করতে চাইনা। সবই পরিশ্রমের ফসল । আমি ভাগ্য বিশ্বাষ করি কিন্তু এটাও জানি ভা্গ্য তার প্রতিই সুপ্রশন্ন যে নিজে চেষ্টা করে। তাই আপনার চাকুরি হবে নিজ যোগ্যতা (আপনার পরিকল্পপিত পরিশ্রম), ভার্সিটির ব্যাকগ্রাউন্ড দেখে নয়।
৩। আমি দেখেছি অনেকেই দুই-তিন বছর ধরে আইবিএ বা ব্যাংক জবের প্রিপারেশন নেয়। ৬-৭ টা বই শেষ করেও পরীক্ষা দিয়ে চূড়ান্ত সাফল্য আসেনা। অথচ বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
আসলে সাফল্যের কোন শর্টকাট নেই। যারা সাফল্যের শর্টকাট খোজে, তারাই বিভিন্ন অজুহাত নিয়ে সামনে হাজির হয়। প্রশ্ন কমন, ফ্যাকাল্টি বেজ প্রিপারেশন বা ব্যাকগ্রাউন্ড, মামা-চাচা খোজা মানেই আপনি শর্টকাট মারতে চান। যার ফলাফল কোনভাবেই ভাল হয়না।
ধৈর্যসহকারে পরিকল্পিতভাবে নিয়মিত পরিশ্রম করে যান। সাফল্য আসবেই। ধৈর্যসহকারে পরিকল্পিতভাবে নিয়মিত পরিশ্রম হাজারে মাত্র ১ জন করতে পারে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি ৯৯৯ জনের একজন হতে পারেন অথবা আপনি অন্যদের থেকে আলাদা একজন হতে পারেন।
আজ এ পর্যন্তই
#learn_today_le
শুভকামনায়
হাসানুল পান্না শাকিল
উপপরিচালক, বাংলাদেশ ব্যাংক
Comments
Post a Comment