বাচ্চা কোলে নিয়ে প্যানেলের দাবীতে ২০১৮ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ লিখিত উত্তীর্ণ প্রার্থীরা



খাদিজা নামে একজন প্যানেল প্রত্যাশী মেয়ে যা লিখেছেন তা হুবহু নিচে তুলে ধরা হলো----
"প্যানেলে নিয়োগ চাই" চতুর্থ অবস্থান কর্মসূচি জাতীয় প্রেসক্লাব,ঢাকা। জনসমুদ্রে উত্তাল প্রেসক্লাব,উত্তাল ঢাকার রাজপথ এগিয়ে চলছি আমরা। আশার আলো।আসবে ইনশাআল্লাহ। যারা এখনো ঘরে বসে আছেন চলে আসুন প্রেসক্লাবে। আমার বোনেরা আপনারা এখনো কি সিকিউরিটি খুজছেন। আরে সিকিউরিটি দেয়ার মালিক তো মহান আল্লাহ মানুষ উছিলা মাত্র আর একজন সচেতন মেয়ে কখনোই বিপদগ্রস্থ হয় না। যা না বললেই নয় আমরা গর্বিত আমরা অহঙ্কার বোধ করি যে আমরা যে বড় ভাইদের পেয়েছি তারা আমাদের প্রতি এতটাই সচেতন ও যত্নশীলযে বলার অপেক্ষা রাখে না। সত্যি আমরা খুব গর্বিত তাদের মত ভাইদের আমাদের পাশে পেয়ে। তাই বলছি আমার বোনেরা আর ঘরের কোণ বসে না থেকে আমার ভাইদের পাশে বোনের শক্তি নিয়ে দাড়াই নিজেদের স্বপ্নকে বাস্তবায়ন করি। আর ভাইয়েরা কয়টা দিন কষ্ট করলে যদি আপনার পরিবারের সারা জীবনের রুটি,রুজির ব্যবস্থা হয় তবে এখনো কেন ঘরে বসে আছেন? চলে আসুন জাতীয় প্রেসক্লাবের সামনে।

Comments

Popular posts from this blog

কম বয়সে ফুড ব্লগিং করা বাংলাদেশের ইউটিউবার প্রিন্সই প্রথম

প্রধানমন্ত্রী বরাবর উন্মুক্ত চিঠি দিলেন প্যানেল প্রত্যাশীরা

ব্যাংক জব নিয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক শাকিল স্যারের পরামর্শ