নারী দিবসে ডাকসুর অনুষ্ঠানে গান গাইবেন কণ্ঠশিল্পী হাসান


আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করেছে 'উইমেন'স কার্নিভাল'।

আগামী ৬ থেকে ৮ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য থাকছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি; ছাত্রদের জন্য রচনা প্রতিযোগিতা এবং ছাত্র ও ছাত্রী উভয়ের জন্য ফটোগ্রাফি কনটেস্ট। ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে ৮ মার্চ অনুষ্ঠানের শেষ দিন টিএসসির মাঠে আয়োজন করা হবে 'উইমেন'স ডে স্পেশাল কনসার্ট'।

ডাকসুর সাহিত্য সম্পাদক ও কার্নিভালের আহ্বায়ক মাজহারুল কবির শয়ন এবং ডাকসুর সদস্য ও কার্নিভালের প্রধান সমন্বয়ক রাইসা নাসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডাকসুর সদস্য রাইসা নাসের বলেন, "আমাদের মনন, সত্তা ও বিকাশের প্রতিটি পরতে মিশে আছে নারীদের অবদান। ঔপনিবেশিক শাসনের বেড়াজাল ভাঙ্গার আন্দোলন থেকে শুরু করে আমাদের ভাষা আন্দোলন, মুক্তির সংগ্রাম কিংবা স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসে জড়িয়ে আছে নারীর বলিষ্ঠ নেতৃত্ব। দশভূজা নারীরা একদিকে যেমন পরম মমতায় আগলে রেখেছে পরিবারকে, তেমনিভাবে তাদের সুনিপুণ দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রেখেছে দেশের অর্থনীতি, শিল্প-সাহিত্য, বিজ্ঞান-প্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রে। নারীর অবিনশ্বর ও অপূরণীয় এই ভূমিকাকে শ্রদ্ধা জানাতে প্রতিবছর ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস।"

ডাকসু থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "সুদীর্ঘ ২৮ বছর পর সচলায়তন ফিরে পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী ৬-৮ মার্চ প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে 'ডাকসু-স্যান্ডালিনা উইমেন'স কার্নিভাল ২০২০।"

ডাকসুর আয়োজনে নারী দিবসের এই কনসার্টে জনপ্রিয় ব্যান্ড সঙ্গীতশিল্পী হাসান ও তার ব্যান্ড আর্ক, অ্যাশেজ, গানপোকা, মার্সেল এন্ড ব্রাদার্স গান পরিবেশন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments

Popular posts from this blog

কম বয়সে ফুড ব্লগিং করা বাংলাদেশের ইউটিউবার প্রিন্সই প্রথম

প্রধানমন্ত্রী বরাবর উন্মুক্ত চিঠি দিলেন প্যানেল প্রত্যাশীরা

ব্যাংক জব নিয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক শাকিল স্যারের পরামর্শ