প্যানেল নিয়োগের দাবীতে ৩য় দিনেও চলছে অবস্থান কর্মসূচী
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের প্যানেলভুক্ত করে অবিলম্বে নিয়োগ দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। দ্বিতীয় দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে ৬১ জেলার নিয়োগবঞ্চিতরা এই কর্মসূচি পালন করে।
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে প্যানেলভুক্ত নিয়োগের দাবিতে ৬১ জেলার নিয়োগবঞ্চিতদের তৃতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি। সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে ধাপে ধাপে নিয়গের দাবিও জানান তারা। গত ৬ বছর ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় এখন তাদের অনেকেরই চাকরীর বয়স পার হয়ে যাচ্ছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নিয়োগবঞ্চিতরা।
Comments
Post a Comment