কম বয়সে ফুড ব্লগিং করা বাংলাদেশের ইউটিউবার প্রিন্সই প্রথম

আল আরাফ হোসেন প্রিন্স খুব কম সময়ে ইউটিউবে জনপ্রিয় হওয়া একজন ইউটিউবার। তার 'প্রিন্স প্রোডাকশন বাংলাদেশ লিমিটেড' চ্যানেলে বিভিন্ন মজার খাবার টপিক নিয়ে ইউটিউব ভিডিও দেওয়া হয়। তিনি একা ভিডিও বানান না সাথে তার আরো বন্ধুদের নিয়ে ভিডিও করেন।

তার ইউটিউব চ্যানেলে মজার মজার খাবার নিয়ে রিভিউ করেন। ঢাকা
র অলিগলি ঘুরেঘুরে ফুড ব্লগিং করেন। বাংলাদেশের খাবারকে বিশ্বের ও দেশের সামনে উপস্থাপন করায় এই ইউটিউবারের কাজ। ঢাকার মণিপুর উচ্চ বিদ্যালয়ের(মেইন শাখা) বাণিজ্য বিভাগের দশম শ্রেণির এই ছাত্রের কাজে তার বন্ধু ও শিক্ষকমন্ডলী ভীষণ খুশি।

এতো কম বয়সে ফুড ব্লগিং করা বাংলাদেশের ইউটিউবার প্রিন্সই প্রথম। 

প্রিন্সের কাছে ফুড ব্লগিং করা নিয়ে জানতে চাইলে বলেন, বাংলাদেশের জনপ্রিয় খাবার বিশ্বের সামনে উপস্থাপন করে দেশকে রিপ্রেজেন্ট করতে চাই ও দেশের খাবার জনপ্রিয় করতে চাই। 

প্রিন্স মা বাবা ও বোনকে নিয়ে মিরপুরের বাসাতে থাকেন। 

প্রিন্সের  কাজ দেখতে চাইলে নিচের লিংকে প্রবেশ করুন---
https://youtu.be/opY7Bzu-e0A

Comments

Popular posts from this blog

প্রধানমন্ত্রী বরাবর উন্মুক্ত চিঠি দিলেন প্যানেল প্রত্যাশীরা

ব্যাংক জব নিয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক শাকিল স্যারের পরামর্শ